কুবি প্রতিনিধি:
চার বছর আগে দায়ের হওয়া যৌন হয়রানির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী রেজওয়ান তালুকদারকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পদাবনতির সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, ২০২০ সালে ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থী অভিযোগ করেন, শিক্ষক আলী রেজওয়ান তাঁকে যৌনভাবে হয়রানি করেন। একইসঙ্গে তিনি বিভাগের কয়েকজন সহকর্মী শিক্ষকের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। অভিযোগের পরপরই তাঁকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আলী রেজওয়ান তালুকদার ফোন রিসিভ না করে কেটে দেন, ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে তাঁকে পদাবনতি দেওয়া হয়েছে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ছাড়া সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”