Top 5 This Week

চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া

Spread the love

বিডিটাইম ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন। সোমবার (যুক্তরাজ্য সময়) দুপুরে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দোহা হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

দুপুর দেড়টার দিকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে রওনা দেন খালেদা জিয়া। বেলা ২টা ২০ মিনিটে তাকে বহনকারী গাড়ি হিথ্রো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়। সেখানে উপস্থিত থেকে মাকে বিদায় জানান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় ফিরছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগম।

বিমানবন্দরে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হিথ্রো টার্মিনালের আশপাশে জড়ো হয়ে নেত্রীকে বিদায় জানান। এ সময় তাদের হাতে শুভেচ্ছাবার্তা সংবলিত পোস্টার ও ব্যানার দেখা যায়। জানা গেছে, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি সমর্থকরা সেখানে জড়ো হয়েছিলেন।

যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের রাজপরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন ত্যাগ করেন। কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

গত ৭ জানুয়ারি সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম এবং চিকিৎসা বোর্ডের ছয় সদস্য।

চিকিৎসা বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার (বোর্ড প্রধান), অধ্যাপক এফ. এম. সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং মো. আল মামুন।

লন্ডনে তার চিকিৎসা তত্ত্বাবধান করেন দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish