চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী মো. আলিফ হত্যাকাণ্ডে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমান মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবী আলিফ হত্যার ঘটনায় চিন্ময় দাসকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
২০২৩ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
আদালত সূত্র জানায়, মামলার আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা জানান, রিপন আলিফের ঘাড়ে বঁটি দিয়ে কোপ দেন এবং চন্দন কিরিচ দিয়ে আঘাত করেন। পরে আরও ১৫-২০ জন মিলে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২১ জন সরাসরি আলিফ হত্যা মামলার আসামি।
তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, চিন্ময়ের নির্দেশ ও উসকানিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ কারণে তাঁকে অভিযোগপত্রে প্রধান অভিযুক্ত করা হয়েছে।