Top 5 This Week

চুরির অভিযোগে সালিসকারীর ছেলেকে বিষপান করিয়ে হত্যা

বিডিটাইম ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলায় গ্রাম্য সালিশের বিচার নিয়ে বিরোধের জেরে এক ১২ বছর বয়সী কিশোরকে বিষ মিশ্রিত তরল খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন থাকার পর বুধবার কিশোরের মৃত্যু হয় বলে কুমিল্লা সদর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত হোসাইন শিকারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা আবু তাহের ও মা শাহেনা বেগম জানান, গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরি হওয়ায় ওই এলাকার অটোরিকশা চালক সোলাইমানের দুই ছেলে সালিশে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর জের ধরে ৩১ মে সোলাইমানের দুই ছেলে হোসাইনকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধর করেন এবং জোরপূর্বক বিষপান করিয়ে অণ্ডকোষে এসিড ঢেলে দেন।

হোসাইনকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হলে সেখানে মারা যায়।

মামলার বাদী শাহিনা আক্তার জানান, তার ছেলেকে হত্যা করার বিচার চান তিনি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জুন বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক অরূপ কুমার রায় বলেন, বিষক্রিয়ায় কিশোরের গলা ফুলে গিয়েছিল এবং শ্বাসকষ্ট ছিল। ময়নাতদন্তের মাধ্যমে বিষের প্রকৃতি ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশ ও স্থানীয়রা এই ঘটনায় দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish