Top 5 This Week

ছদ্ম হামলায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে পারে ইসরায়েল

বিডিটাইম ডেস্ক

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থমকে গেলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে ইসরায়েল ছদ্ম হামলার পরিকল্পনা নিতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জিও পলিটিক্স এ তথ্য জানিয়েছে।

জিও পলিটিক্স জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গোয়েন্দা তথ্য, জ্বালানি ও সরবরাহ দিয়ে সহযোগিতা করছে। তবে সরাসরি যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানালে এবং অভিযান ব্যর্থ হলে, ইসরায়েল এমন একটি উসকানিমূলক ঘটনা ঘটাতে পারে যা আমেরিকাকে যুদ্ধের মধ্যে টেনে আনবে।

সম্ভাব্য ছদ্ম হামলার মধ্যে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি বা দূতাবাসে হামলা চালিয়ে দায় চাপানো ইরান বা তার মিত্রদের উপর, যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলা বা হত্যাকাণ্ড ঘটিয়ে দোষ চাপানো, ইরানের আকাশ প্রতিরক্ষার ভুলে আমেরিকান যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়া, নোংরা বোমা বা পারমাণবিক দূষণের ঘটনা ঘটানো এবং পারমাণবিক হামলার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মধ্যে টানা।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সামরিক সক্ষমতা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য যথেষ্ট নয় এবং ইরানের ক্ষেপণাস্ত্রের প্রতিরোধে তাদের সীমাবদ্ধতা রয়েছে। তাই যুদ্ধের ময়দানে সফল না হলে উসকানি ছদ্ম হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে লিপ্ত করার চেষ্টা হতে পারে।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ‘ইউএসএস লিবার্টি’ নামের মার্কিন যুদ্ধজাহাজে হামলার ঘটনা স্মরণীয়। তৎকালীন এই হামলা নিয়ে বিতর্ক রয়েছে যে এটি ইসরায়েলের পরিকল্পিত ছদ্ম হামলা ছিল।

বিশ্বজুড়ে কূটনীতিকরা এই ধরণের ঘটনা সংঘটিত হলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন এবং সতর্ক থাকতে বলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish