Top 5 This Week

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবিতে কুবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

Spread the love

 

কুবি প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুবি শাখা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) কুবি ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচী শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। অত্র প্রতিষ্ঠানের কতিপয় ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগের এই নির্যাতনের সহযোগীর ভূমিকা পালন করেছে। বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে।

এতে আরো বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অত্র প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish