যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে ইসলামিক কালচারাল সোসাইটি (ইকাসো), যবিপ্রবি।জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে পড়ে থাকা কোচিংয়ের প্রচারণা লিফলেট ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করতে ছাত্র-শিক্ষক মিলে এ উদ্যোগ গ্রহণ করে ক্লাবটি।
শনিবার (১০ মে) ফজর নামাজের পর তারা এই কর্মসূচি বাস্তবায়ন করে। এ কর্মসূচিতে ক্লাবের অন্যতম উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন অংশগ্রহণ করেন।
ক্লাবের সদস্য ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ বলেন, “গতকালের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের অধিকাংশ জায়গায় কোচিংয়ের প্রচারণা লিফলেটসহ বিভিন্ন আবর্জনায় ছেঁয়ে গিয়েছিল। পরে আমরা ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগ গ্রহণ করি। শিক্ষক ও ছাত্ররা মিলে এই কাজে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এ সময় ক্লাবের সদস্য মেহেদী হাসান (পিএমই), সাকিব আহমেদ (পিএমই), আলফি শাওর নীরব (জিইবিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।