Top 5 This Week

জনগণ দ্রুত ভোট চায়: গয়েশ্বর চন্দ্র রায়

বিডিটাইম ডেস্ক

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “দেশের মানুষ সংস্কার নয়, চায় দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন।”

শুক্রবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, নতুবা ব্যর্থ হবে জুলাইয়ের গণ-অভ্যুত্থান। বিএনপি ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা হয়েছে, তাকে হত্যার চেষ্টাও হয়েছে। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন।” শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম এবং আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী লাট মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সামিউল্লাহ, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদ আলম, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish