Top 5 This Week

জম্মুতে ড্রোন হামলায় উত্তপ্ত ভারত-পাক সীমান্ত

Spread the love

বিডিটাইম ডেস্ক

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে বৃহস্পতিবার রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণগুলো ঘটেছে বলে তাদের সন্দেহ। এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, রাতের আকাশে সাইরেন বাজার শব্দ শোনা গেছে এবং জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে। ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জম্মু ছাড়াও পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায়ও হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে। জম্মুর পাঁচ জেলায় এটি ঘটছে।”

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ চলছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ভারত-পাকিস্তান সীমান্তে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এর আগে জানিয়েছিলেন, প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া ‘ক্রমে নিশ্চিত’ হয়ে উঠছে। মঙ্গলবার রাতে ভারতের চালানো হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী ৩১ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

এরপর থেকে নিয়ন্ত্রণ রেখাজুড়ে দুই দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময় অব্যাহত রয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা গত রাতে ভারতের নিক্ষেপ করা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

সবশেষ এই বিস্ফোরণগুলো দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করছে কূটনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish