পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) অধ্যায়নরত সিলেট বিভাগের সকল শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সংগঠনটির সাবেক সভাপতি রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক সজীব দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
আগামী ১ বছরের জন্য দায়িত্ব প্রাপ্ত কমিটিতে সভাপতি হিসেবে স্থাপত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিমার্ণব পাল মিথুন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইইসিই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত চন্দ দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি, যুগ্ন সাধারণ-সম্পাদকসহ ২৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মহিমার্ণব পাল মিথুন বলেন,প্রথমে জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।সিলেট বিভাগের সকল শিক্ষার্থীদের সবাইকে নিয়েই আমাদের পথচলা। নতুনদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং পারস্পরিক সহযোগিতাই থাকবে আমাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিত চন্দ বলেন,প্রথমে জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি গত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি,তাদের আমার প্রতি আস্থা ও দায়িত্ব দেয়ার জন্য। আমি তাদের দেখানো পথ ও শেখানো নেতৃত্বের প্রতিফলন ঘটানোর চেষ্টা করব
এবং জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতিকে সিলেট বিভাগ থেকে আগতদের জন্য একটি সহযোগিতার জায়গা হিসেবে গড়ে তুলব।