বিডিটাইম ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীতে নিরাপত্তা শঙ্কার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন। মঙ্গলবার (১০ জুন) দুপুর থেকে আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে ছবিটি প্রদর্শন বন্ধ করা হয়।
সিনেমা প্রদর্শনের আয়োজন করেছিলেন স্থানীয় দুই উদ্যোক্তা কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদী। হলটি এক মাসের জন্য ভাড়া নেওয়া হলেও মাত্র ১০ দিনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। আয়োজকদের দাবি, তাঁরা আড়াই দিনের মতো সিনেমা চালাতে পেরেছেন এবং ভালো সাড়া পাচ্ছিলেন। কিন্তু স্থানীয় ধর্মীয় নেতাদের বিক্ষোভ, প্রচারণায় বাধা এবং নিরাপত্তাহীনতার কারণে প্রদর্শন বন্ধ করতে বাধ্য হন।
এর আগে, শুক্রবার পারকি ইউনিয়নের ওলামা পরিষদের নেতারা সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে সিনেমা বন্ধের আবেদন করেন। তাঁদের দাবি, সিনেমা প্রদর্শনের কারণে মসজিদ-মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হতে পারে এবং এতে অসামাজিক কার্যকলাপের আশঙ্কা রয়েছে।
আয়োজক সাজু মেহেদী বলেন, “আমরা টিকিট প্রিন্ট, এসি সার্ভিস, স্বেচ্ছাসেবকসহ সব প্রস্তুতি নিয়েছিলাম। প্রায় নয় লাখ টাকার মতো খরচ করেছি। কিন্তু পোস্টার লাগাতে, মাইকিং করতেও দেওয়া হয়নি।”
অন্য আয়োজক সাইফুল বলেন, “শুরুর দিকে দর্শকদের ভালো সাড়া মিলছিল। কিন্তু একপর্যায়ে ব্যানার লাগাতেই বাধা দেওয়া হয় এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতে থাকে। তাই আমরা অনুষ্ঠান বন্ধ করে দিই।”
কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, আয়োজকরা থানায় এলেও তিনি কোনো সিদ্ধান্ত দেওয়ার দায়িত্বে ছিলেন না।
কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত এবং তাঁর দপ্তরে সিনেমা বন্ধের আবেদন জমা পড়েছে, তবে তিনি ছুটিতে রয়েছেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থার সুপারিশে হল ভাড়া দেওয়া হয়েছিল। তবে অনুমতির সময় একটি শর্ত ছিল—যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে, তাহলে প্রদর্শন বন্ধ করতে হবে।
সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় সংস্কৃতিকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা হতাশা প্রকাশ করেছেন এবং বিষয়টিকে মত প্রকাশ ও সংস্কৃতি চর্চার স্বাধীনতার পরিপন্থি বলে অভিহিত করছেন।