চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রফিকুল ইসলাম রফিক নামের বিএনপির সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। এ ঘটনায় তার ভাই শফিকুল ইসলামসহ আরও চারজন আহত হন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, তিতুদহ ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল।
এরমধ্যে উভয়পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক নিহত হন। আহত হন আরও চারজন।