Top 5 This Week

টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল আমিরাত

Spread the love

বিডিটাইম ডেস্ক

টি–টোয়েন্টি ক্রিকেটে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার রাতে শারজাহতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এক অনন্য রেকর্ড গড়েছে দলটি। লক্ষ্য ছিল ২০৬ রানের, আর তা ১ বল হাতে রেখেই টপকে গেছে স্বাগতিকরা।

এই জয়টি কেবল তাদের প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারানোর কীর্তি নয়—এটি একইসঙ্গে সহযোগী কোনো দেশের পক্ষে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

বাংলাদেশের ভুলে সুযোগ নিল আমিরাত

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে শরীফুল ইসলাম ১ উইকেট নিলেও দেন ১৭ রান, তাতে শেষ ওভারে প্রয়োজন পড়ে মাত্র ১২ রান। বল হাতে আসেন তানজিম হাসান সাকিব। শুরুতেই ওয়াইড, পরে ছক্কা—সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৪ রান। এরপর ১টি উইকেট পেলেও শেষ বলের আগেই জয় নিশ্চিত করেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি–টোয়েন্টি খেলতে নামা হায়দার আলী। শেষ ওভারে ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন তিনি।

সঙ্গে ছিল বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতা। শেষ ওভারের দ্বিতীয় রানে রান আউটের সুযোগ থাকলেও তাওহিদ হৃদয়ের দেরিতে থ্রোয়ে সেই সুযোগ হাতছাড়া হয়। এর আগে ১৬তম ওভারে সগীর খানের ক্যাচ মিস করেন তিন ফিল্ডার মিলে!

ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ভিত্তি পায় আমিরাত

৯ ওভারে উদ্বোধনী জুটিতে বাংলাদেশ তুলেছিল ৯০ রান, আর আমিরাত ৯৬। সেই জুটির বড় কৃতিত্ব মুহাম্মদ ওয়াসিমের। ৪৭ বলে ৮২ রান করে ম্যাচসেরা হন তিনি। সঙ্গ দেন জোহাইব (৩৮), আসিফ (১৯), ও শেষদিকে হায়দার।

বাংলাদেশের পক্ষে অভিষিক্ত নাহিদ রানার ওভারে অতিরিক্ত ৩২ রান খরচ হয় (২ ওভারে ৫০)। শরীফুল, রিশাদ, তানজিম কেউই ভালো বোলিং করতে পারেননি। ব্যাটিংয়ে বাংলাদেশ দুই শ ছাড়ায়—তানজিদ (৫৯), লিটন (৪০), হৃদয় (৪৫), জাকের (১৮\*)—তবে তা যথেষ্ট হয়নি।

বাংলাদেশের জন্য সতর্কবার্তা

বাংলাদেশের জন্য এই হারের বার্তা স্পষ্ট—টি–টোয়েন্টিতে ব্যাটিং যথেষ্ট নয়, জয়ের জন্য চাই সুশৃঙ্খল বোলিং ও নির্ভরযোগ্য ফিল্ডিং। এই হারের ফলে ৩ ম্যাচের সিরিজ এখন ১–১ সমতায়। তৃতীয় ও নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার, শারজাহতেই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ২০৫/৫
(তানজিদ ৫৯, লিটন ৪০, হৃদয় ৪৫; জাওয়াদউল্লাহ ৩/৪৫)

সংযুক্ত আরব আমিরাত: ১৯.৫ ওভারে ২০৬/৮
(ওয়াসিম ৮২, জোহাইব ৩৮, হায়দার ১৫\; রিশাদ ২/২৮)

ফল: সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মুহাম্মদ ওয়াসিম
সিরিজ:১–১ সমতা, শেষ ম্যাচ বুধবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish