বিডিটাইম ডেস্ক
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, প্রয়োজনীয় সব নির্বাচনমুখী সংস্কার এক মাসের মধ্যেই বাস্তবায়নযোগ্য।
সোমবার (২ জুন) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন,“আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। এর আগে যে সব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে।”*
সংবিধান সংশোধন ছাড়াও কিছু সংস্কার অফিস আদেশ, অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন,“সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ভিন্নমত পোষণ করলেও যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলো আগামী জাতীয় সংসদে সংশোধিত হবে।”
তিনি আরও বলেন,“সব বিষয়ে সব দলের একমত হবে—এমনটা আমরা আশা করি না। তবে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো নিয়ে একটি সনদ হলে সেটাই যথেষ্ট। সেটি আমাদের নির্বাচনি ইশতেহারেও অন্তর্ভুক্ত থাকবে এবং জাতির কাছে একটি অঙ্গীকার হিসেবেও বিবেচিত হবে।”
বিএনপির পক্ষ থেকে পুনঃনির্বাচনের জন্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া গঠনে নির্বাচনমুখী সংস্কার ও জাতীয় ঐকমত্যের ওপর জোর দেওয়া হয় এই বৈঠকে।