Top 5 This Week

ড. ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: শামসুজ্জামান দুদু

বিডিটাইম ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া কঠিন।

তিনি বলেন, “আপনি প্রমাণ করেছেন এনসিপি আপনার দল। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক থেকে, ডেমোক্রেসির জন্য না। আপনি গণতন্ত্র বোঝেন না, এটা আমরা বুঝি।”

রোববার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন।

দুদু আরও বলেন, সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং বিএনপি ও গণতন্ত্রকামী দলগুলো ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের পতনের জন্য দীর্ঘদিন লড়াই করেছে। সেই লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এখন দেশের গণতন্ত্র উত্তরণে দ্রুত নির্বাচন অপরিহার্য।

তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সতর্ক করে বলেন, “আপনি যদি তিন উপদেষ্টাকে বহিষ্কার না করেন, তাহলে আমরা ধরে নেব আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন।” তিনি আরো বলেন, “আপনার অধীনে ভালো নির্বাচন হবে, এটা বিশ্বাস করা আমাদের জন্য কঠিন।”

দুদু দেশের তৎপর রাজনৈতিক পরিস্থিতির জন্য সরকারের স্বচ্ছতার ওপর জোর দিয়ে দ্রুত নির্বাচন পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করুন, জাতীয় ঐক্য সৃষ্টি করুন। তা না হলে দেশের পরিস্থিতির পুরো দায়ভার আপনাকে নিতে হবে।”

বক্তব্য শেষে তিনি স্পষ্ট করেন, “আমরা সরকারের পাশে আছি, আপনাদের পদত্যাগ চাই না, তবে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান।”

বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ও গণতন্ত্রকামী বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish