Top 5 This Week

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

Spread the love

বিডিটাইম ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বগির একটি কনটেইনার উল্টে গিয়ে পাশের চট্টগ্রামগামী লাইনে উঠে পড়ে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত উভয় রুটেই ট্রেন চলাচল বিঘ্নিত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish