বিডিটাইম ডেস্ক
রাজধানীর তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হেলাল উদ্দিন নাঈমের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৬ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
হেলাল উদ্দিন নাঈম তিতুমীর কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির ইমারজেন্সি ও ক্রাইম সেলের সদস্য।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ, যৌক্তিক এবং গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছেন। তবে কলেজ প্রশাসন ধারাবাহিকভাবে এই দাবি উপেক্ষা করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ কলেজ কর্তৃপক্ষ এই ন্যায্য দাবিকে দমন করতে ছাত্রদলকে ব্যবহার করেছে, যা গুরুতর অপরাধ। সোমবার ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে চলমান অবস্থান কর্মসূচির সময় ছাত্রদলের একটি দল হঠাৎ করেই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ভিডিও ধারণ করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাঈম। এ সময় ছাত্রদলের সংঘবদ্ধ দল তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং ছাত্রলীগের কুখ্যাত কায়দায় জিম্মি করে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে।
শিক্ষার্থীরা এই হামলার বিচার দাবি করে বলেন, প্রশাসনের মদতে হামলা চালিয়ে যৌক্তিক আন্দোলন দমন করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। তারা হেলাল উদ্দিন নাঈমের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।