বিডিটাইম ডেস্ক
তিন অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।
পাঁচ মাস পর পূর্ণ সচিব পেল তথ্য কমিশন। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) হাওলাদার মো. রকিবুল বারীকে প্রেষণে তথ্য কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে ঢিলেঢালা হয়ে পড়ে তথ্য কমিশনের কার্যক্রম। এরপর ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। চলতি বছরের ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকেও অপসারণ করে সরকার।
তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ গত বছরের ৩ সেপ্টেম্বর বাতিল করা হয়। পরে একজন অতিরিক্ত সচিব দায়িত্বে থাকলেও চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ডিসেম্বর তিনি অবসরে যান। ফলে দীর্ঘদিন সচিবের পদটি শূন্য ছিল। এরপর তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-১) মো. ইব্রাহিম ভূঞাকে রুটিন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।
এদিকে, আরও দুই অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হককে বদলি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. শরিফুল ইসলামকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।