Top 5 This Week

তেজগাঁওয়ে বিদেশি মুদ্রা ডাকাতি: ট্রাভেলস কর্মীসহ গ্রেপ্তার ১৪, উদ্ধার ৪ লাখ রিয়াল

তেজগাঁও প্রতিনিধি

রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেট কার থামিয়ে ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানের এক কর্মী তুহিনসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪ লাখ সৌদি রিয়াল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৫ জুলাই) এ তথ্য জানান।

মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মী তুহিন গত মঙ্গলবার ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ দিরহাম নিয়ে পল্টন থেকে উত্তরা যাচ্ছিলেন। বিকেলে তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার এলাকার যাত্রীছাউনির সামনে পৌঁছালে মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাতদল প্রাইভেট কারটি ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে মুদ্রাগুলো লুট করে পালিয়ে যায়।

মামলার তদন্তে উঠে এসেছে, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন তুহিন নিজেই। কয়েক দিন আগেই এক ‘গল্প’ সাজিয়ে পুরো ডাকাতির পরিকল্পনা করেন তিনি। গাড়িতে চলার সময় তিনি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে ডাকাতদের সহায়তা করেন।

তুহিন ছাড়াও গ্রেপ্তার হয়েছেন—তালহা নূর, শারমিন, মো. শাহিন শিকদার, ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, শুভ হাওলাদার, আবদুল্লাহ আল মামুন, আরিয়ান, সাব্বির হোসেন, জাহিদুল ইসলাম ওরফে সোহাগ, জয় ও বিজয়।

ডিএমপি বলছে, মামলা তদন্তাধীন। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে ডাকাতির পুরো চক্র ও টাকার ভাগ-বাটোয়ারা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish