বিডিটাইম ডেস্ক
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর কার্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সময় সেখানে অবস্থান করা আটজন বাংলাদেশি অক্ষত রয়েছেন। সোমবারের ওই হামলায় ভবনের ভেতরে তিনজন নিহত ও কয়েকজন আহত হলেও বাংলাদেশি কেউ হতাহত হননি।
আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। তিনি বলেন, “হামলার সময় আইআরআইবি কার্যালয়ের রেডিও তেহরান দপ্তরে বাংলাদেশি আটজন কর্মরত ছিলেন। তাঁরা সবাই রেডিওর বাংলা বিভাগে কাজ করেন এবং তারা এখন নিরাপদে আছেন।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে—তেহরানে রয়েছেন প্রায় ৪০০ বাংলাদেশি, যার মধ্যে: বাংলাদেশ দূতাবাসে ২ জন কর্মকর্তা, ৫ জন কর্মচারী ও তাঁদের পরিবার (মোট প্রায় ৪০ জন), রেডিও তেহরানে কর্মরত ৮ জন বাংলাদেশি ও তাঁদের পরিবার (মোট ২৭ জন), শিক্ষার্থী: ১০–১২ জন, পেশাজীবী: প্রায় ১০ জন।
তেহরান ছাড়া অন্যান্য শহরে রয়েছেন প্রায় ৬০০ বাংলাদেশি, যারা ৩০ বছরেরও বেশি সময় ধরে ইরানে স্থায়ীভাবে বসবাস করছেন। অনেকেই ইরানে বিবাহসূত্রে স্থায়ী হয়েছেন। ইরানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থী। অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৮০০, যারা ১০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন সেক্টরে কাজ করছেন।
মানব পাচারের ট্রানজিট হিসেবে ইরানে আরও ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি অবস্থান করেন, যারা অন্য দেশে পাচার হওয়ার অপেক্ষায় থাকেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রতি তারা নিবিড়ভাবে নজর রাখছে এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দূতাবাসগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে।