বিডিটাইম ডেস্ক
চলমান নিরাপত্তা সংকটের কারণে ইরানের রাজধানী তেহরান থেকে তাদের দূতাবাস কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ইরান থেকে আমাদের কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহারের ব্যবস্থা নিয়েছি।”
তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “আমাদের দূতাবাস কার্যক্রম আপাতত দূরবর্তী অবস্থান থেকেই পরিচালিত হচ্ছে।”
এর আগে চলতি সপ্তাহের শুরুতেই যুক্তরাজ্য জানিয়েছিল, নিরাপত্তা বিবেচনায় ইসরায়েলে অবস্থিত তাদের দূতাবাস ও কনস্যুলেটের কিছু কর্মীকেও সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ব্যাপক হামলা শুরু করে ইরানের বিভিন্ন অঞ্চলে। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন রাইজিং লায়ন। এতে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনকে প্রধান লক্ষ্য বানানো হয়।
এই হামলার জবাবে ইরানও পাল্টা প্রতিরক্ষা হামলা চালায় ইসরায়েলের ওপর। তাদের এই অভিযানের নাম ছিল ট্রু প্রমিজ থ্রি । বর্তমানে সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে এবং দুই পক্ষেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
চলমান এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে কূটনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে।