Top 5 This Week

দর্শনার্থী নির্যাতনের জেরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুর

বিডিটাইম ডেস্ক

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থীকে মারধরের ঘটনায় তীব্র জনরোষ দেখা দিয়েছে। এর জেরে আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে বিক্ষুব্ধ জনতা মিলনায়তনে হামলা ও ভাঙচুর চালায়।

গত ৮ জুন রবীন্দ্র কাছারিবাড়িতে মো. শাহনেওয়াজ নামের এক দর্শনার্থীকে আটকে রেখে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শাহনেওয়াজ ঈদের ছুটিতে বিদেশ থেকে ফিরে স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারিবাড়ি দেখতে গিয়েছিলেন। মোটরসাইকেল পার্কিংয়ের টোকেন না দেওয়া নিয়ে ফটকে কর্মচারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হলে একপর্যায়ে কাস্টোডিয়ানসহ কর্মীরা এসে তাঁকে লাঠিপেটা করেন।

এই ঘটনার প্রতিবাদে ‘শাহজাদপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আজ দুপুরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাছারিবাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে বিক্ষুব্ধ জনতা কাস্টোডিয়ানের কার্যালয় ও মিলনায়তনের দরজার কাচ ভাঙচুর করে।

খবর পেয়ে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ও থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান ৮ জুনের ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” বললেও আজকের হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, ৮ জুনের ঘটনায় শাহনেওয়াজ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আজকের হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish