বিডিটাইম ডেস্ক
চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বরখাস্ত ও অব্যাহতি পাওয়া সাবেক সেনাসদস্যদের একাংশ ।
গত ১৮ মে (রবিবার) জাতীয় প্রেসক্লাব এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে এসময় কিছু উচ্ছৃঙ্খল আচরণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শান্তিপূর্ণ আলোচনার প্রয়াসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে সাবেক সেনাদের বক্তব্য শোনেন এবং প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিষয়গুলো যাচাই-বাছাই করে সমাধানের আশ্বাস দেন। সেনাবাহিনী জানায়, ইতোমধ্যে এ ধরনের ৮০২টি আবেদন গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
তবে, আলোচনা শেষে প্রতিনিধি দল ফিরে যাওয়ার সময় কিছু সাবেক সদস্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং অশ্রাব্য স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
সেনাবাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করেছে। তবে বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে এ ধরনের উসকানিমূলক আচরণ কখনোই কাম্য নয়।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে সকল পক্ষকে সংবিধান ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে এবং সব ধরনের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দিয়েছে।