বিডিটাইম ডেস্ক
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার পর কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এই উদ্যোগ সংবিধান, নৈতিকতা ও রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থি।
সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের এ সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহ দেবে এবং আবাসন খাতে অবৈধ অর্থের মালিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠা করবে। এতে সৎ উপার্জনকারীরা ভবিষ্যতে আরও বৈষম্যের শিকার হবেন।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সরকার এই উদ্যোগের মাধ্যমে দুর্নীতিবিরোধী সংস্কারকে উপেক্ষা করেছে এবং রিয়েল এস্টেট লবির চাপের কাছে আত্মসমর্পণ করেছে। এটি সংবিধানের ২০ (২) অনুচ্ছেদের লঙ্ঘন, যেখানে বলা হয়েছে, অনুপার্জিত আয় অবৈধ।”
তিনি আরও বলেন, “কালোটাকা বৈধতার এই সুবিধা অনৈতিক ও বৈষম্যমূলক। এর ফলে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতকে আরও উৎসাহিত করা হবে।”
বাজেটে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে পরিষ্কার কোনো পদক্ষেপ না থাকায় হতাশা প্রকাশ করে টিআইবি জানায়, বাজেট বক্তৃতায় কেবল একটি বাক্যে বিষয়টি উল্লিখিত হয়েছে, যা যথেষ্ট নয়।
সংস্থাটি সরকারের কাছে এই দুর্নীতিবান্ধব সুযোগ অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছে।