Top 5 This Week

দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে-প্রধান উপদেষ্টা

বিডিটাইম ডেস্ক

বাংলাদেশের অর্থনীতির ভিত্তি মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের মানচিত্রায়নের মাধ্যমে কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

সমুদ্রসীমার একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তোলার জন্য পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ওআহ্বান জানিয়েছেন। শুক্রবার (২০ জুন) ‍বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও জানান, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য জাতীয় অর্থনীতি, নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোও তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল। তাই সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফিক তথ্যের অপরিসীম গুরুত্ব রয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে, যেখানে সমুদ্রসম্পদ ব্যবহারে নির্ভুল ও হালনাগাদ তথ্যের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার জরিপ, চার্ট প্রস্তুতি, এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য বিনিময়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের সমুদ্র আইনের আওতায় মহীসোপান অঞ্চল নির্ধারণ ও নীল অর্থনীতির বিকাশে এ বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, হাইড্রোগ্রাফিক বিভাগ সামরিক ও নৌ নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সমুদ্রবন্দর উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish