আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় চলমান যুদ্ধ বন্ধে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে আল আরাবিয়া ও এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত আলোচনার পর এক ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে বলেন, “যুদ্ধবিরতির লক্ষ্যে গৃহীত সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনো পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি আনতে পারেনি।”
আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী কাতার ও মিশর একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তি উপস্থাপন করলেও দুই পক্ষের মূল মতবিরোধ রয়ে গেছে। হামাস পূর্ণ যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করছে। অন্যদিকে, ইসরায়েল চায় জিম্মিদের মুক্তির পর ধাপে ধাপে শান্তি আলোচনা এগিয়ে নিতে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধ চলাকালে গাজায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
আলোচনার ফলাফলহীনতায় আন্তর্জাতিক মহলে হতাশা তৈরি হয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও দোহা আলোচনার এই ব্যর্থতা যুদ্ধের অবসানকে আরও অনিশ্চিত করে তুলেছে।