Top 5 This Week

ধানমন্ডিতে সড়ক দেবে গর্ত, যান চলাচল বন্ধ

বিডিটাইম ডেস্ক

রাজধানীর ধানমন্ডির ব্যস্ততম এলাকায় একটি সড়ক দেবে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল চারটা থেকে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ধানমন্ডির শংকর এলাকার পদচারী–সেতুর ১৫ মিটার দক্ষিণে ৬৮ নম্বর বাড়ির সামনে সড়কের একাংশ দেবে গর্ত তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় সঠিকভাবে পুনঃ মেরামত না করায় এ ধসের সৃষ্টি হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল–১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান, গর্তের কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অপর পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল চালু আছে। তিনি বলেন, “গর্তের নিচ থেকে পানি বের হচ্ছে, যা সড়ক দুর্বল করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, ওয়াসার পানির পাইপলাইনে লিকেজ হয়েছে।”

ওয়াসার প্রকৌশলীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পানি সরবরাহ লাইন মেরামতের কাজ শুরু করেছেন। পানি লিক বন্ধ করার পরই সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করবে সিটি করপোরেশন। সড়ক সংস্কারে প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যেই ঘটনাস্থলে আনা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম জয়।

তিনি আরও বলেন, “আমরা যত দ্রুত সম্ভব সড়কটি সচল করতে কাজ করছি। পানির উৎস বন্ধ হলেই সংস্কার কাজ পুরোদমে শুরু হবে।”

সড়ক দেবে যাওয়ার কারণে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মেরামত কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish