Top 5 This Week

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

Spread the love

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর । বুধবার (১৪ আগস্ট) বিকেলে উপাচার্য নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন। এদিন তার পদত্যাগের আগে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবন ও শিক্ষকদের ডরমিটরিতে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
একইদিনে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নামেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও। শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে সকাল থেকেই কলা অনুষদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তাছাড়া উপাচার্যের পদত্যাগের পরেও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, উপাচার্য পন্থি প্রশাসনিক দায়িত্বশীলদের পদত্যাগ দাবিসহ তিনদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish