Top 5 This Week

নবীনদের বরণ করতে নতুন সাঁজে সেঁজেছে নজরুল বিশ্ববিদ্যালয়

Spread the love

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আজ। সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে সকাল ১১ টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান শেষে প্রত্যেকটি বিভাগে নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। সেইসাথে সেশনজট মুক্ত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও একাডেমিক ক্যালেন্ডার পুস্তক আকারে প্রত্যেক শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হবে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া উপস্থিত থাকবেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

ইতোমধ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ওরিয়েন্টেশন আয়োজক কমিটির সদস্য সচিব এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল। এদিকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রতিবছরের মতো বিশেষভাবে সাজানো হয়েছে বিভিন্ন অনুষদ ও বিভাগগুলো। শ্রেণীকক্ষে রং-বেরঙের পোস্টার, শিক্ষামূলক উপকরণ এবং স্বাগত ব্যানার ঝোলানো হয়েছে। অনেক বিভাগে আল্পনা আঁকারও উদ্যোগ নেওয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish