Top 5 This Week

নবীনদের বরণ করে নিলো বেরোবি

বেরোবি প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নিলো বিশ্ববিদ্যালয়।

রবিবার (৩ নভেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পৃথকভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এ আয়োজন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

উপাচার্য তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের মাধ্যমে অর্জিত দক্ষতা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, যদি শিক্ষার্থীরা কোনো বৈষম্য বা র‍্যাগিং-এর সম্মুখীন হয়, তবে তাৎক্ষণিকভাবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন। উপাচার্য জানান, প্রতিটি বিভাগ এবং আবাসিক হলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে, যেখানে শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের সমস্যাগুলো জানাতে পারবেন।

উপাচার্য শিক্ষার্থীদের সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত পড়াশোনা ও ক্লাসে উপস্থিতির অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া, তিনি গত জুলাই-আগস্টে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ আবু সাঈদকে স্মরণ করেন, যিনি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish