Top 5 This Week

নরসিংদীতে ভাঙচুর-লুটপাটের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলায় নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. মনিরুজ্জামান মনির (৪২), যিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পলাশের ডাঙ্গা ইউনিয়নে শীতলক্ষ্যা নদীর পাড়ে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট লিমিটেড কারখানায় হামলা চালানো হয়। নদীপথে দুটি ট্রলারে করে ২৫–৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। তারা কারখানার পাশে থাকা ড্রেজারে ঢুকে শ্রমিকদের ছয়টি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে, গুরুত্বপূর্ণ মালামাল লুট করে এবং বাধা দিলে সাত শ্রমিককে পিটিয়ে আহত করে।

ঘটনার জেরে শনিবার রাতে কারখানার কর্মকর্তা নুরুল ইসলাম পলাশ থানায় মামলা করেন। মামলায় মনিরুজ্জামান মনিরসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করা হয়। একই রাতেই জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় নরসিংদী সদর থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, কিছুদিন আগে মনির কারখানার ড্রেজিংয়ের কাজ চাইলে মালিকপক্ষ তা না দিয়ে নিজেরাই কাজটি চালিয়ে যেতে থাকে। পরে মনিরের অনুসারীরা চাঁদা দাবি করলে কর্তৃপক্ষ রাজি না হয়। ধারণা করা হচ্ছে, এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়।

কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. মাহবুবুর রহমান বলেন, “আমাদের শ্রমিকদের যেভাবে মারধর করা হয়েছে ও যেভাবে ভাঙচুর-লুটপাট চালানো হয়েছে, তা অপরাধমূলক এবং ভয়ংকর। আমরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “মামলার ১ নম্বর আসামি মনিরুজ্জামান মনিরকে জেলা ডিবির সহায়তায় নরসিংদী সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish