Top 5 This Week

নানা আয়োজনে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মদিন উদ্‌যাপিত

বিডিটাইম ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে রবিবার (২২জুন) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। সাঁঝের মায়া ট্রাস্টের আঙিনায় ‘নারী মুক্তি মানেই মানব মুক্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

আলোচনা সভার শুরুতে সভাপতিত্ব করেন এমএসএফের প্রধান নির্বাহী সাইদুর রহমান, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিষদের ট্রেজারার সানাইয়া ফাহিম। সভায় কবি সুফিয়া কামালের জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

কবির কন্যা সাঈদা কামাল তার বক্তব্যে বলেন, “সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পুরোধা ও একজন সংগঠক। সংগ্রাম, প্রতিকূলতা, কাব্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তিনি নারী মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি সবাইকে নিজের সন্তানের মতো জানতেন।”

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন খুশি কবির, এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা কবির জীবনী নিয়ে মূল বক্তব্য প্রদান করেন। লেখক, গবেষক ও রাজনীতি বিশ্লেষক মহিদুল হক বিশেষ আলোচনায় অংশ নেন।

‘আমরাই পারি’ এর প্রধান নির্বাহী জিনাত আরা হক ও অন্যান্য সংগঠনের স্বজনেরা কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন। কবির লেখা থেকে পাঠ করেন খিয়ামুর রহমান, আবৃত্তি করেন নাহিদ শামস এবং গান পরিবেশন করেন মাহবুবা সুলতানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish