কুপিআই প্রতিনিধি
সারাদেশে নারী সহিংসতা, খুন ধর্ষণ ও নিপীড়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
রবিবার (৯ মার্চ) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে কেন্দ্র ঘোষিত কর্মসূচীটি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন রকম স্লোগান দেন, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আসিফ নজরুল তুই আইন দে, নইলে গদি ছাইড়া দে’, ‘সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’।
এসময় বক্তব্য রাখেন পলিটেকনিকের ছাত্রদল নেতা ইমন হোসেন বলেন আছিয়া হত্যার সাথে জড়িতদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। ৪৮ ঘন্টার বিচারের আওতায় না আনতে পারলে পরবর্তী কর্মসূচি হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, গত বৃহঃপতিবার (৬ মার্চ) মাগুরা জেলার ৮ বছরের শিশু আছিয়াকে তার বোনের শশুর হিটু ধর্ষণ করে।