Top 5 This Week

নারী সাংবাদিকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

Spread the love

বিডিটাইম ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে অসামাজিক কার্যকলাপ ও জনশান্তি বিনষ্টের অভিযোগে কথিত নারী সাংবাদিক মোছা. মাসুরা খাতুন ওরফে টুনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ মে) বিকেল ৪টার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

ম্যাজিস্ট্রেট জানান, মোছা. মাসুরা খাতুন নিজে স্বীকার করেছেন যে তিনি জনসমক্ষে অশ্লীল ও অসামাজিক আচরণে জড়িত ছিলেন। তার এসব কর্মকাণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হওয়ায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকেই জরিমানার টাকা আদায় করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, টুনি দীর্ঘদিন ধরে জীবননগর পৌরসভার টিএনটি রোডের একটি ভবনের চতুর্থ তলায় বসবাস করে আসছিলেন। তিনি নিয়মিত ভাড়া না দেওয়ার পাশাপাশি বাসায় বহিরাগত ছেলে-মেয়ে এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতেন বলে অভিযোগ উঠে।

শনিবার স্থানীয়দের কাছে খবর আসে, টুনির বাসায় অসামাজিক কর্মকাণ্ড চলছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে এক তরুণ ও এক তরুণীর সঙ্গে আটক করে এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কনডম, বিদেশি মদের খালি বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং একাধিক পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করে।

ঘটনার প্রাথমিক তদন্ত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং টুনিকে ভবিষ্যতের জন্য সতর্ক করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish