আকতার হোসেন ভূঁইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বোরো ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার ধান ও চালের যে মূল্য নির্ধারণ করেছে, তাতে কৃষকরা উপকৃত হবেন। কৃষক যেন ন্যায্য মূল্য পান, সেটি বিবেচনায় রেখেই সরকার এ মূল্য নির্ধারণ করেছে। কৃষকরা যাতে গুদামে ধান সরবরাহ করতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন শাকিল। এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু সালেমসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চলতি মৌসুমে নাসিরনগর উপজেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১,১৮০ মেট্রিক টন বোরো ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।