Top 5 This Week

নিবন্ধন পেতে ইসিতে আবেদন জমা দিল ১৪৭ দল

বিডিটাইম ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) অন্তত ১৪৭টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করেছে, অন্যদিকে জনতার দল ‘চাবি’ প্রতীক চেয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা রোববার (২২জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১০ মার্চ থেকে নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। প্রথম পর্যায়ে ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল আবেদন করলে, পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত আবেদন নেওয়া হয়। এই সময়সীমায় এনসিপিসহ আরও ৪৬টি দল আবেদন করেছে।

এনসিপি তাদের পছন্দের প্রতীকের তালিকায় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল প্রতীক রেখেছে। অন্যদিকে, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন নেতৃত্বাধীন বাংলাদেশ আমজনগণ পার্টি আনারস কলম বা ঘণ্টা প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন করেছে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল সংখ্যা ৫০। সম্প্রতি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও, আদালতের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরায় ফিরে এসেছে। গত বছর ৫ আগস্টের পর থেকে উচ্চ আদালতের নির্দেশে মোট ৬টি দল নিবন্ধন পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish