Top 5 This Week

নোবিপ্রবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯২ শতাংশ

Spread the love

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২ মে ২০২৫) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত ২১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হার ৯২ শতাংশ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকারসহ বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে ড. মুহাম্মদ ইসমাইল জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো সমস্যা দেখা যায়নি। পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য আমরা বসার ব্যবস্থা রেখেছি।” তিনি জানান, আগামী ৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা নোবিপ্রবি কেন্দ্র ছাড়াও নোয়াখালীর আরও চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “পরীক্ষার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ কৃতজ্ঞতা নোয়াখালীবাসী, জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা, বিদ্যুৎ বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাবসমূহের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সহযোগীদের প্রতি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish