Top 5 This Week

পবিত্র আশুরার তাজিয়া মিছিলে লাঠি-তলোয়ার নিষিদ্ধ

বিডিটাইম ডেস্ক

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামী ৬ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে লাঠি, তলোয়ারসহ সব ধরনের ধারালো ও বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী বা আয়োজকদের কেউ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তলোয়ার ও লাঠি বহন বা ব্যবহার করতে পারবে না। এসব বিপজ্জনক বস্তু বহন করে মিছিলে অংশগ্রহণ বা তা দিয়ে শোকপ্রকাশের আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আদেশটি তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে এবং এর ব্যত্যয় ঘটালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের শিয়া মতাবলম্বীরা তাজিয়া মিছিলের মাধ্যমে কারবালার শোক স্মরণ করেন। জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতি বছরই কিছু বিধিনিষেধ আরোপ করে থাকে প্রশাসন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish