বিডিটাইম ডেস্ক
পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে, ভারতীয় এয়ারলাইনগুলোর আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে এখন ঘুরপথে যেতে হচ্ছে। এই পরিবর্তনটি তাদের খরচের মধ্যে বাড়তি চাপ সৃষ্টি করছে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ। এর মধ্যে শুধু এয়ার ইন্ডিয়ারই প্রায় ৬০ কোটি মার্কিন ডলার (৫,০৩২ কোটি রুপি) অতিরিক্ত খরচ হতে পারে বলে জানানো হয়েছে।
রয়টার্স কোম্পানির একটি অভ্যন্তরীণ চিঠির সূত্রে এই তথ্য জানা যায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি পাকিস্তান আগামী এক বছর ধরে তাদের আকাশসীমা বন্ধ রাখে, তাহলে ঘুরপথে ফ্লাইট চালানোর কারণে অতিরিক্ত জ্বালানি খরচসহ অন্যান্য অপারেশনাল ব্যয় বাড়বে, যার ফলে এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ এই বিপুল অঙ্কে পৌঁছাতে পারে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অতিরিক্ত সময় এবং পথ পরিবর্তনের কারণে যাত্রীদের ওপরও প্রভাব পড়বে। ফলস্বরূপ, সংস্থাটি আশঙ্কা করছে, এই নিষেধাজ্ঞা যত দিন চলবে, প্রতিবছর তাদের প্রায় ৫৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্ষতি হতে পারে।
এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য আবেদন করেছে, যাতে তাদের আর্থিক ক্ষতি সামাল দেওয়া যায়। শুধু এয়ার ইন্ডিয়া নয়, অন্যান্য ভারতীয় বেসরকারি বিমান সংস্থাগুলোও একই ধরনের ভর্তুকির আবেদন করেছে।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার এই পদক্ষেপ শুধু বিমান সংস্থাগুলোর জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে না, বরং এটি আঞ্চলিক কূটনীতি ও আন্তর্জাতিক যোগাযোগের ওপরও প্রভাব ফেলতে পারে।