Top 5 This Week

পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতেও খেলার বিপক্ষে গম্ভীর

Spread the love

বিডিটাইম ডেস্ক

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন বহুদিন ধরেই ক্রিকেট মাঠে প্রতিফলিত হচ্ছে। দুই দলের দেখা মেলে কেবল আইসিসি বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে, তাও নিরপেক্ষ ভেন্যুতে। তবে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এ সম্পর্ক আরও অবনতি হয়েছে।

এই পরিস্থিতিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিয়েছেন—নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষপাতী নন তিনি।

মঙ্গলবার (৬মে) দিল্লিতে এবিপি গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে গম্ভীর বলেন, ‘আমার ব্যক্তিগত মত—একদমই না। এসব (সন্ত্রাসী হামলা) বন্ধ না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে কোনো সম্পর্কই থাকা উচিত নয়।’

সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এরপর দেখা হয়েছে কেবল আইসিসি ও এশিয়া কাপের মতো টুর্নামেন্টে। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে মুখোমুখি হয় দুই দল।

গম্ভীর আরও বলেন, ‘ক্রিকেট বা সিনেমা কখনও মানুষের জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না। ম্যাচ পরেও হতে পারে, সিনেমাও হবে, গানও হবে। কিন্তু প্রিয়জন হারানোর বেদনা অপূরণীয়।’

তবে শেষ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত সরকারের ওপরই ছেড়ে দিয়েছেন গম্ভীর। তাঁর ভাষায়, ‘এটা সম্পূর্ণ সরকারের এবং বিসিসিআই-এর সিদ্ধান্ত। তারা যা ঠিক মনে করবে, আমরা সেটাই মেনে নেব। আমরা এটা নিয়ে রাজনীতিও করব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish