রাবি প্রতিনিধি:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ৮ দফা বাস্তবায়ন, প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি এবং অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা “এ মুহূর্তে দরকার পিএসসির সংস্কার”, “৮ দফা মানতে হবে”, “আবেদ গঙ্গের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “নন-ক্যাডার বিধি ২৩ বাতিল চাই”, “আবেদ গঙ্গের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “প্রশ্নফাঁসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার” ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু বলেন, “সরকার গঠনের পর বহু সংস্কার কমিশন গঠন হলেও শিক্ষাখাতে কোনো বাস্তব সংস্কার হয়নি। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে দেশের জন্য প্রস্তুত হচ্ছে, অথচ চাকরির বাজারে তাদের অসুস্থ প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। সেখানে স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের মাধ্যমে অবৈধ নিয়োগ চলছে। আমাদের দাবি কেবল পিএসসি নয়, পুরো চাকরি ব্যবস্থার সংস্কার; মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।”
রাবির আরেক সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “নয় মাস আগে আমরা যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম। সরকার পরিবর্তন হলেও এখনো কোনো সংস্কার হয়নি। আমলারা আগের মতোই নির্যাতন চালাচ্ছে। আমি মনে করি, একজন আবেদ আলী একা প্রশ্নফাঁস করতে পারে না; এর সঙ্গে ২০০ থেকে ৩০০ জন আমলা জড়িত। অথচ আজও তাদের বিচার হয়নি। ঢাবি ছাড়া পিএসসি থেকে নিয়োগ হয় না—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কি দেশে আর মেধাবী জন্মায় না?”
সমাবেশটি সঞ্চালনা করেন আল-শাহরিয়া শুভ। এসময় আরো বক্তব্য দেন রাবির শিক্ষার্থী রমজান আলী, আরিফ আলভী, আরিফুল ইসলাম, ওয়াজিদ শিশির অভি, ফাহিম রেজা ও তানজিলা।
প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন।