বিডিটাইম ডেস্ক
ফেসবুকে বিয়ের জন্য জামদানি শাড়ি কেনার কথা বলে ডেকে নিয়ে দুই অনলাইন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার ৩১টি শাড়ি ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় রাজধানীর দক্ষিণখান থেকে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার দক্ষিণখান থানার কসাইবাড়ী হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্য—মেহেদী হাসান ওরফে শাওন (২৪), মো. আশরাফুল (২১), সাব্বির হোসেন ওরফে রিমন (২৫) ও মো. সাজ্জাদুল ইসলাম (২৫)—কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১১টি শাড়িও উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানা–পুলিশ জানায়, জামদানি শাড়ি বিক্রির জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নুর মোহাম্মদ রাব্বি (২৪) ও তাঁর বড় ভাই ছহিম (৩৫) ১২ মে ঢাকায় আসেন। তাঁরা ফেসবুকে ‘জামদানি গ্রাম’ নামের পেজের মাধ্যমে ব্যবসা করতেন। হোয়াটসঅ্যাপে অজ্ঞাত এক নারী তাঁদের সঙ্গে যোগাযোগ করে শাড়ি কেনার আগ্রহ দেখান এবং যাচাইয়ের জন্য দক্ষিণখানে দেখা করতে বলেন।
রাব্বি জানান, সন্ধ্যায় ৩১টি শাড়ি নিয়ে নির্ধারিত জায়গায় গেলে চারজন পুরুষ এসে তাঁদের একটি গলিতে যাওয়ার অনুরোধ করে। সন্দেহ হওয়ায় রাব্বি শাড়ি নিয়ে চলে যান। পরে সেই নারী আবার ফোন করে কসাইবাড়ী এলাকার কানাডা প্লাজার সামনে আসতে বলেন। সেখানে গেলে ১০-১২ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও লাঠিপেটার মাধ্যমে ৩১টি জামদানি শাড়ির মধ্যে ১৯টি ছিনিয়ে নেয় চক্রটি। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনার পরপরই রাব্বি দক্ষিণখান থানায় মামলা করেন। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন ব্যবসায়ীদের টার্গেট করে এভাবে ছিনতাই করে আসছিল। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।