Top 5 This Week

প্রথমবারের মতো ভাইস-চ্যান্সেলর ও ডিনস্ অ্যাওয়ার্ড দিলো নোবিপ্রবি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথমবারের মতো চালু করলো ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং ‘ডিনস্ অ্যাওয়ার্ড’। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২৩জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। উদ্বোধনের পর তিনি অতিথিদের নিয়ে বিভিন্ন বিভাগের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের স্টল ঘুরে দেখেন।

দিবসটির মূল আকর্ষণ ছিল প্রধান অডিটোরিয়ামে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এবং পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক।

অনুষ্ঠানে মোট ৭০ জন শিক্ষককে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ ও ‘রিসার্চ অ্যাওয়ার্ড’ এবং ৩১ জন শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে (রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড, বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড এবং বেস্ট ইয়ং রিসার্চার অ্যাওয়ার্ড) তিনজন শিক্ষককে সম্মানিত করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণায় উৎসাহিত করতে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এটি নোবিপ্রবির একাডেমিক ও গবেষণাধর্মী অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।”

দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে বিকেলে গবেষণা উপস্থাপন এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish