বিডিটাইম ডেস্ক
চট্টগ্রামে হোয়াটসঅ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করে ২১ ভরি সোনা ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, ভুক্তভোগী কলেজছাত্রী নাফিসা বিনতে আলমের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচয় হয় শাফায়েতের। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে তারা একে অপরের ব্যক্তিগত ছবি আদান-প্রদান করেন। কিছুদিন পর শাফায়েত সেই ছবি এডিট করে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন এবং প্রথমে দুই লাখ টাকা দাবি করেন।
ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে শাফায়েত তাকে মায়ের গয়না এনে দিতে বাধ্য করেন। ৫ মার্চ প্রথম দফায় দুই ভরি স্বর্ণের চুড়ি তুলে দেন কলেজছাত্রী। এরপর ধাপে ধাপে আরও চুড়ি, চেইন, আংটি, নেকলেস ও দুলসহ মোট ২১ ভরি স্বর্ণালংকার তুলে দেওয়া হয়, যার বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ১৫ এপ্রিল থেকে বিভিন্ন সময়ে আরও ১ লাখ ৬০ হাজার টাকা তুলে নেন শাফায়েত।
পরিবার বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানা পুলিশকে জানায়। পরে তদন্ত করে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শাফায়েত উল্লাহকে গ্রেফতার করে এবং তার বাসা থেকে ১৬ ভরি সোনা ও নগদ টাকা উদ্ধার করে।
শাফায়েত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে তরুণ-তরুণীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তারা জানায়, অনলাইনে অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, যাতে কেউ প্রতারণার ফাঁদে ফেলতে না পারে।