উত্তরের বাতিঘর বলে খ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালের ১২ অক্টোবর। প্রতিষ্ঠার ১৬ বছর হলেও এখানে একটি মানসম্মত গ্রন্থাগার নেই। নেই প্রয়োজনীয় বই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্তমান ২২ টি বিভাগে মোট শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে আট হাজার, সেখানে গ্রন্থাগারে বই আছে মাত্র ১৬,৫০০টি।
এছাড়াও দুই তলা ভবন নিয়ে গঠিত গ্রন্থাগারটিতে শিক্ষার্থীরা পড়ার জন্য যথেষ্ট জায়গা পায়না। এতে রয়েছে ৪ টি রিডিং রুম । রিডিং রুম-১ এ সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কলা অনুষদভুক্ত শিক্ষার্থীদের জন্যে । রিডিং রুম-২ এ রয়েছে গবেষক ও কর্মকর্তাদের জন্য বই। রিডিং হল-৩ এ রয়েছে বিজ্ঞান অনুষদ, জীব ভূ-বিজ্ঞান, প্রকৌশলী জন্যে বই। রিডিং হল-৪ এ রয়েছে নিউজ পেপার কর্ণার। যা শিক্ষার্থীদের জন্যে যথার্থ নয়।
এখানে ডিজিটাল পদ্ধতির ব্যবস্থা রয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল ডাটাবেজ এক্সেসের ব্যবস্থা নেই। বিভাগ ভিত্তিক বিশেষায়িত রেফারেন্স বই নেই। হলে বা মেসে থাকা শিক্ষার্থীরা তাদের কক্ষে পড়ার মতো পরিবেশ না পেয়ে গ্রন্থাগারে পড়তে আসতে পারে।কিন্তু গ্রন্থাগারটি সবসময় খোলা রাখার ব্যাবস্থা নেই। বেশি সংখ্যক কম্পিউটার থাকা আবশ্যক কিন্তু নেই।
যার জন্য শিক্ষার্থীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, আরামদায়ক অবকাঠামো ও ক্লাউড লাইব্রেরী সেবা প্রদানের ব্যবস্থা নেই, যার মাধ্যমে এটিকে আরো আধুনিক ও উন্নত করা সম্ভব। যেহেতু পাঠক সংখ্যা বেশি, সুতরাং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে গ্রন্থাগারটিতে নতুন বাজেট পাস করার মাধ্যমে জায়গা বৃদ্ধি, বইয়ের সংখ্যা বৃদ্ধি ও সাথে শিক্ষার্থীদের অন্যান্য সমস্যার প্রতি নজর দেওয়া উচিত।এতে করে গ্রন্থাগারের কার্যকারীতা আরো বৃদ্ধি পাবে। এবং এরমাধ্যমে এটি শিক্ষার্থী বান্ধব করা সম্ভব।
ফারজানা আক্তার
শিক্ষার্থী:
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Great Work