Top 5 This Week

বকশীগঞ্জে মাদরাসা ছাত্রী অপহরণ: বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

Spread the love

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (বয়স ১৪) অপহরণের অভিযোগে ইউনিয়ন বিএনপি ও ছাত্রদল নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বকশীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল (রবিবার) দুপুরে বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদরাসার সামনে থেকে পুরান বাট্টাজোড় গ্রামের ওই ছাত্রীকে অপহরণ করা হয়। অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহীন মিয়া ও তার সহযোগীরা।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ এবং তাঁর ছেলে, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দ। তারা ভিকটিমের বাবাকে মীমাংসার জন্য চাপ দেন এবং রাজি না হওয়ায় তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করেন।

পরদিন থানায় অভিযোগ দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “মামলা রুজু হয়েছে, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় বাদী ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত লিটন আকন্দকে মোবাইলে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish