Top 5 This Week

বগুড়ায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সনি গ্রেফতার

Spread the love

বিডিটাইম ডেস্ক

বগুড়ার গাবতলীতে নাশকতার একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার সনি (২৫) গ্রেফতার হয়েছেন।

বুধবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার পীরগাছা এলাকা থেকে আটক করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সনিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার সনি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচ কাতুলী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ফেরদৌস ওয়াহিদের ছেলে। তিনি গাবতলী উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি সেরাজুল হক আরও জানান, গাবতলীতে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish