Top 5 This Week

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, আটক ২ বখাটে

বিডিটাইম ডেস্ক

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় এক রিকশাচালক বাবাকে অপহরণ করে পিটিয়ে হত্যা করেছে একদল বখাটে। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুই যুবককে আটক করেছে।

শনিবার (১৪ জুন) বিকেলে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত শাকিল আহমেদ (৪০) শহরের শিববাটি শাহী মসজিদ এলাকার বাসিন্দা ও মৃত সাজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক আলমাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাকিল আহমেদ শিববাটি এলাকার রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার এক কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন স্থানীয় এক ব্যক্তি, যার বয়স অনেক বেশি। এতে শাকিল রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে প্রস্তাবদাতা ও তার সহযোগীরা।

শনিবার দুপুরের দিকে ১০-১৫ জনের একটি বখাটে দল শাকিলকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে ফুলবাড়ি এলাকার করতোয়া নদীর ঘাটে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। মারধরের পর গুরুতর আহত শাকিলকে সেখানেই ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি সেখানে মারা যান।

পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, “ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মেয়েকে বিয়ে না দেয়ার ক্ষোভ থেকে শাকিলকে মারধরের পর পরিকল্পনা ছিল তাকে চাকু দিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেয়ার। তবে শাকিল গুরুতর আহত হয়ে পড়লে তারা পালিয়ে যায়।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish