Top 5 This Week

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের।

রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই সাংবাদিক সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নবাব মো: শওকত জাহান কিবরিয়া, সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদৎ হোসেনসহ অন্যান্য কার্যনির্বাহী ও সহযোগী সদস্যরা।

প্রেসক্লাবের সভাপতি নবাব মো: শওকত জাহান কিবরিয়া বলেন, অগ্নিঝরা মার্চ মাসে বাংলাদেশের ইতিহাসের সিংহভাগ উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন, ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু, ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। শুধু মুখেই নয়, অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান করতে হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। একারণে স্বাধীনতার পর সর্বপ্রথম যে উদ্যোগগুলো তিনি নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হলো- শিশুদের সুন্দর বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা। শিশুদের প্রতি তাঁর যে অশেষ ভালোবাসা, সেটার প্রকাশ ঘটেছে বঙ্গবন্ধুর প্রতিটি কার্যকলাপে। এজন্য বঙ্গন্ধুর জন্মদিন, ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

একইদিনে বঙ্গবন্ধু ভাষ্কর্যে আরও শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, অনুষদ, বিভিন্ন হল, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল ও অন্যান্য সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish