Top 5 This Week

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল

বিডিটাইম ডেস্ক

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিকের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের মাধ্যমে তাঁদের পরিচয় দেওয়া হয়েছে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে।

৩ জুন রাতের রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, শুধু বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাই নয়, প্রবাসী সরকারের মন্ত্রী ও এমএনএ/এমপিএ এবং আরও চার শ্রেণির মুক্তিযোদ্ধাকেও ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে গণ্য করা হবে।

নতুন শ্রেণিবিভাজন অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় বিদেশে বাংলাদেশের পক্ষে কাজ করা পেশাজীবী, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কলাকুশলী ও সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২২ সালের জামুকা আইন অনুযায়ী তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। তবে নতুন অধ্যাদেশে এই স্বীকৃতি বাতিল করে ‘সহযোগী’ মর্যাদা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবকে আঘাত করার মতো পদক্ষেপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish